Description
(১)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাহ নিয়ে যেসব বই পড়েছি, তারমধ্যে রেইনড্রপস এর সীরাহ বইটিকে শীর্ষে রাখবো। এই বইটি পড়ার পর সীরাত ইবন হিশাম শুরু করলাম, সীরাত বিষয়ক রেফারেন্স বুক। মনে হচ্ছে সীরাত ইবন হিশাম যেভাবে অনুবাদ করা হয়েছে, একই কথা আরো সুন্দর করে রেইনড্রপস এর সীরাহ বইটিতেও উদ্ধৃত হয়েছে।
তার সাথে অতিরিক্ত যে দিকটা বইটাকে অনন্য করেছে সেটা হলো প্রত্যেকটা ঘটনা থেকে ‘শিক্ষা’ কী আছে সেটা। আগে সীরাহ পড়তে গিয়ে অনেকটা গল্পের ঢঙ এ পড়তাম। গল্প-উপন্যাসের মতো কোনো কোনো জায়গায় টানটান উত্তেজনার থ্রিলার, কোনো কোনো জায়গায় কষ্টকর অবস্থার বিবরণ আবার কোনো কোনো জায়গায় বীরের বেশে গল্পের নায়কের মতো প্রত্যাবর্তন – সীরাহ পড়তে গিয়ে আর দশটা গল্প উপন্যাস থেকে সীরাহ’তে শিক্ষার বিষয়টা অনুধাবন করা মোটামুটি কষ্টসাধ্য ছিলো।
তার উপর আমাদের দেশে সীরাহ নিয়ে যেসব বই পাওয়া যায় তার বেশিরভাগই অনুবাদ করা বই। যেমন: সীরাত ইবন হিশাম, আর রাহীকূল মাখতুম, নবীয়ে রহমত ইত্যাদি। মূল বই আর অনুবাদ বইয়ের ভাষাগত ব্যবধান তৈরি হবার দরুন সীরাহ পড়ে যেরকম উপকৃত হবার কথা সেরকমটা হচ্ছেনা।
সীরাহ পড়তে গেলে অনেকসময় মনে হতে পারে, ১৪০০ বছর আগের কোনো কাহিনী পড়ছি, এসব ঘটনা তো ১৪০০ বছর আগের কোনো মরু প্রান্তরের।
সীরাহ এবং বর্তমান সময়ের সংযোগ, এই দুটো বিষয় সীরাহ অধ্যয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ১৪০০ বছর আগের ঘটনাগুলোও যে ঘুরেফিরে আমাদের চারপাশে পুনরাবৃত্তি হচ্ছে, আমাদের সমাজেও যে আবু জাহেল, আব্দুল্লাহ ইবন উবাই বাস করছে তাদেরকে কিভাবে চিনবো, তাদেরকে চেনার সেই লক্ষণগুলো বইতে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে।
এই বইটি এ দুটো অভাব অনেকটা দূর করেছে।
(২)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে ১৯ টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং ৫৫ টিরও বেশি সামরিক অভিযান পাঠিয়েছেন। বছরে গড়ে ৭ টি করে যুদ্ধ। এসব যুদ্ধের কারণ, যুদ্ধের সময়কার পরিস্থিতি, যুদ্ধ শেষের অবস্থা এবং যুদ্ধ থেকে শিক্ষা কী আছে সেই বিষয়গুলো নিয়ে বইটিতে বিস্তর আলোকপাত করা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাহ এর অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো জিহাদ। আজকালকার দিনে জিহাদকে ট্যাবু হিসেবে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনকাহিনী বর্ণনা করতে গিয়েও অনেকেই এই বিষয়টা ইগনোর করে যেতে চান!
বইটিতে এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, যতটুকু দেওয়া দরকার।
(৩)
এই বইটা পড়ার পর সীরাহ নিয়ে অন্যান্য বই পড়া শুরু করলাম। অন্যান্য বই পড়তে গিয়ে যে সুবিধা পাচ্ছি সেটা হলো সিকুয়েন্স মনে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন ঘটনার পর কোন ঘটনা ঘটেছে এই বিষয়টার ক্রমধারা খুব সুন্দরভাবে বজায় রাখা হয়েছে বইটিতে।
তাছাড়া বইটাতে অহেতুক বর্ণনা পরিহার করা হয়েছে। তারিখ, সাল, বংশ পরিচয়ের যে বিস্তর বর্ণনা সীরাত ইবন হিশাম সহ অন্যান্য বইতে দেওয়া আছে সেরকম বর্ণনা এই বইতে পরিহার করা হয়েছে এবং যতটুকু বলা দরকার ঠিক ততটুকু আলোকপাত করা হয়েছে।
(৪)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের যেসব ঘটনাকে কেন্দ্র করে ওরিয়েন্টালিস্ট, খৃষ্টান মিশনারি, ইসলাম বিদ্বেষীরা প্রশ্ন তুলে সেসব ঘটনাগুলোর বর্ণনা শেষে অপপ্রচারের জবাব দেওয়া হয়েছে (যেমন বনু কুরায়যার হত্যাকাণ্ড, উটের মূত খাওয়ার নির্দেশ)।(রিভিউ লেখকঃ আরিফুল ইসলাম)
বইটি প্রকাশ করেছে রেইনড্রপস।
শারঈ সম্পাদনা করেছেন: শাইখ মুনীরুল ইসলাম ইবন জাকির।
Reviews
There are no reviews yet.