Description
লেখকের কথাঃ
এই বইটি লেখা হয়েছে সম্পূর্ণ আমার ইংরেজী শিক্ষার্থীদের চাহিদার উপর একটি লম্বা সময় গবেষণা করে এবং গতানুগতিক ব্যর্থ/অফলফসূ পদ্ধতিসমূহের সম্পূর্ণ বাহিরে তথা বাস্তবিক সেন্সের উপরে। একজন পরিপূর্ণ স্পিকার হওয়ার জন্যে যা যা প্রয়ােজন এবং যেভাবে আলােচনা করলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারেন এবং ব্যবহারে আনতে পারেন, সেভাবেই সবকিছু রাখার চেষ্টা করেছি। আমি গ্রামারকে না সেন্সকে গুরুত্ব দিয়েছি এই বইতে। যেহেতু ভাষার জন্ম গ্রামারের আগে হয়েছে এবং মানুষ সাধারণত গ্রামার ছাড়াই ভাষা শিখেন। তাই সেন্স দিয়ে ভাষা শেখা সহজ। হ্যা, আমরা জানি, ভাষাকে অনুস্মরণ করেই গ্রামার হয়েছে। বিনীত নিবেদন এই যে, যেহেতু এই বইটি স্পিকিং-এর জন্য সেন্সকে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে, গতানুগতিক ব্যর্থ/অফলফসূ পদ্ধতিসমূহকে এড়িয়ে, সেহেতু অনেক কিছুই পাবেন নতুন, যা সহজ করার জন্য গবেষণার মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। তাই দয়া করে তুলনা করে কাউকে ছােট বা বড় না করে সম্পূর্ণ অনুস্মরণ এবং অনুশীলন করুন ইনশাল্লাহ উপকৃত হবেন এবং দ্রুত ইংলিশ স্পিকার হবেন। আর যে ভালাে স্পিকার তার জন্য ভালাে রাইটার, রিডার ও লিসনার হওয়া সহজ। আরাে অনুরােধ করছি যে, কেউ যদি বইয়ের কোথাও ভুল/প্রিন্টিং মিসটেক পান দয়া করে আমাকে ক্ষমা করবেন এবং জানাবেন যাতে করে সংশােধন করতে পারি। পরিশেষে, আমি একজন ক্ষুদ্র শিক্ষক আমার অবস্থান থেকে ক্ষুদ্র চেষ্টা করেছি। কতটা পেরেছি তা আপনারা ঠিক করবেন। আপনাদের দোয়া, ভালােবাসা ও উৎসাহ কামনা করছি। অবশ্যই এই বই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন- Gmail: sliponabdulmalek৫) gamil.comসবার জন্য শুভকামনা রইলাে। আল্লাহ যেন আমার ও আপনার সবার সকল নেক ইচ্ছা পূরণ করেন। আমিন
Reviews
There are no reviews yet.