বাংলা বিগ বুক পার্ট-১ (টেক্সট কমপ্লিশন): ২০১৪ সালের ডিসেম্বরে এই বইটি প্রকাশিত হয়। জিআরই পরীক্ষার নিয়ন্ত্রণ সংস্থা ইটিএস কর্তৃক প্রকাশিত পুরাতন জিআরই’র 54 সেট প্রশ্ন নিয়ে 1086 পৃষ্ঠার বিশাল বই জিআরই বিগ বুক অনেক আগে থেকেই স্টুডেন্টদের অত্যন্ত জনপ্রিয় ছিল। গ্রেকের উদ্যোগে বিগ বুকের ভার্বাল অংশের সেন্টেন্স কমপ্লিশন, রিডিং কমপ্রিহেনশন এবং অ্যানালজি+অ্যান্টোনিম নিয়ে তিনটি আলাদা বই বের করার উদ্যোগ নেওয়া হয়। এই ট্রিলোজির প্রথম খণ্ড হলো পার্ট-১ (সেন্টেন্স কমপ্লিশন)। 264 পৃষ্ঠার এই বইটিতে আসল বিগ বুকের 54 সেটের মোট 378টি প্রশ্ন নতুন জিআরই’র আদলে দেওয়া হয়েছে। প্রতিসেট প্রশ্ন শেষ হবার পরে ওই সেটের প্রশ্নগুলোর মধ্যে দুর্বোধ্য শব্দগুলোর সরল অর্থ দিয়ে দেওয়া হয়েছে। আরো রয়েছে সম্পূর্ণ ইংরেজী বাক্যটিকে একসাথে পড়লে লেখকের যে ভাব প্রকাশিত হয় তার প্রাঞ্জল বঙ্গানুবাদ। বাংলাভাষী স্টুডেন্টদের কাছে জিআরই ভীতির প্রধান কারণ ইংরেজী পড়ে তার পাঠোদ্ধার করতে না পারা। এই বইয়ের মধ্যে দেওয়া বাক্যগুলোর বাংলা অর্থ পড়লে মূল বাক্যটির গঠন এবং কোন্ ব্ল্যাংকের মধ্যে কী কারণে কোন্ শব্দটি বসবে (নাকি বসবেনা) তা বুঝতে আর কোন অসুবিধা হবার কথা না।