GMAT পরীক্ষায় ভারবাল এবং রাইটিং এর জন্য Manhattan GMAT (part 6-9 verbal & writing combined) বইটা খুবি ইফেক্টিভ, এখানে ভারবাল ও রাইটিং সাইডে বিশেষ নজর দেওয়া হয়েছে। ভারবাল প্রাকটিস, কোয়েশ্চেন নতুনভাবে দেওয়া হয়েছে।
ম্যানহাট্টনের এই বইটি জিম্যাটের ভারবাল ও রাইটিং এর জন্য সহায়ক। এই বইয়ের চারটি পার্টে যথাক্রমেঃ ক্রিটিক্যাল রিজনিং, রিডিং কম্প্রিহেন্সন, সেন্টেন্স কারেকশন ও ইন্টিগ্রেটেড রিজনিং এন্ড এসে- এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়েছে। এই পার্টের এসে (রচনা) খুবি স্ট্যান্ডার্ড। যা কিনা জিম্যাট পরীক্ষার্থীদের চাহিদা পূরণে সক্ষম।
তবে এখানে ব্যবহৃত বেশীরভাগ শব্দই জিম্যাট মানের নয়।