জিআরই রিভাইসড জেনারেল টেস্টের Verbal Reasoning অংশের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বই হচ্ছে ETS Official GRE Verbal Reasoning Practice Questions. জিআরই পরীক্ষা নিয়ন্ত্রক ইটিএস থেকে বইটি প্রকাশিত। জিআরই পরীক্ষার Verbal Reasoning অংশের ওভারভিউসহ কি ধরণের প্রশ্ন আসতে পারে, প্রতিটি প্রশ্নের মান বণ্টন কেমন হবে এইসব প্রশ্নের একদম নির্ভুল উত্তর পাওয়া যাবে এখানে। এছাড়াও এই বইতে আছে ব্যাখা সহ ১৫০টি আসল জিআরই পরীক্ষার প্রশ্ন ও সমাধান।
Related products
-
Magoosh 1400 GRE Word
রুট ভিত্তিক শব্দ শেখার জন্য ব্যবহার করতে পারেন সাম্প্রতিক ক্রিস লিলির বাজারে আনা “The Vocabulary Builder Workbook” বইটি। বাংলা অর্থসহ সংস্করণে “Magoosh 1400 GRE Word” বইটি বাজারে নিয়ে এসেছে গ্রেক।
৳ 270.00 -
Nova GRE Math Bible
সহজ ভাষায় ম্যাথের উপরে বিশেষকরে ম্যাথের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে ধারনা দেওয়া হয়েছে।ইন্টারন্যাশনাল বেস্ট-সেলার হিসেবে বইটা এখনও জনপ্রিয়। তাহলে দেখে নেই এই বইটার রিভিউ।
-
Aristotle The Definitive RC Guide (RC- 99) white print
রিডিং কম্প্রিহেনশন এর জন্য আরেকটি সেরা বই হচ্ছে এই RC-99 বইটি। আইবিএ, এমবিএ, জিআরই, জীম্যাট, বিসিএস ইত্যাদি সকল প্রস্তুতিতে বইটির চাহিদা ব্যাপক। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে পা বাড়িয়েছেন, তাদের জন্য বইটি খুবই দরকারী। তবে বইটি যেহেতু বিদেশী, সেহেতু পাওয়াটা টাফ। ১৩ কপি বই অবশিষ্ট আছে। যারা নিতে চান নিম্নোক্ত লিংকে ক্লিক করে অর্ডার করে ফেলুন। -
CLIFFS TOEFL
যেভাবে CLIFFS TOEFL পড়তে হবেঃবাংলাদেশে বিসিএস বলুন আর ব্যাংক জব বলুন কিংবা আইবিএর ভর্তি পরীক্ষাসহ যে কোনো ধরনের কম্পিটিটিভ টেস্টের কথাই ধরুন, এইসব পরীক্ষার ইংলিশ সেগমেন্টের প্রস্তুতির জন্য ক্লিফস টোফেল একটি অতি আবশ্যিক বই। ভর্তি পরীক্ষার Grammar এর প্রায় সকল প্রশ্নই বইটির নিয়মের আলোকে করা হয়। এমনকি, অধিকাংশ পরীক্ষায় বইটির উদাহরণগুলো সরাসরি তুলে দেওয়া হয়। তাই, এই বই পড়ার ও জানার কোনো বিকল্প নেই। কিন্তু বইটি সম্পূর্ণরুপে ইংরেজি ভাষায় লেখা হওয়ায় প্রায় প্রত্যেকেই কিছুটা ডিফিকাল্টিস ফেইস করেন। আবার অনেক কিছু বাদ দিয়ে পড়ার মতো থাকলেও সেটা না বুঝে সব পড়ার চেষ্টা করেন। আসলে সবকিছু পড়ার দরকার হয়না। আসুন দেখে নিই কিভাবে পড়বেন আর কি কি পড়বেন। এখানে সম্পূর্ণ বইয়ের একটি সংক্ষিপ্ত আলোচনা করছি। প্রথমে বইটি নিয়ে কিছু কথা বলে দিচ্ছি, তা হচ্ছে প্রথমত আপনি বইটি নিয়ে কোনরকম মাথা ব্যাথা রাখবেন না।প্রথম অংশঃআপনি সরাসরি ৩৯-২৩৭ পেজের গ্রামার টা আগে শেষ করুন। প্রতিটি exercise হাতে কলমে বুঝে বুঝে শেষ করবেন। এগুলোর উত্তর দেয়া আছে ২৩৮-২৬২ পেজে।তবে অনেকেই প্রশ্ন করে থাকেন কি ভাবে পড়ব? একেবারে ইংরেজি বই তো দাদা। চিন্তা করবেন না, আমি একটি পদ্ধটি দেখাচ্ছি। ধরুন আপনি ৮৪ পেজে আছে। দেখুন দুইটা টেবিল আছে। প্রথম টেবিল টি দেখুন বেশ কিছু শব্দ দেয়া আছে। এগুলো ছড়া বানিয়ে মুখস্ত করে নিন। মূলত দেখবেন এই টেবিলের নিচে বেশ কিছু উদাহরন দেয়া আছে। খেয়াল করুন আপনি যে শব্দ গুলো মুখস্ত করেছেন, সেগুলোর পড়ে to+ verb এর base form ব্যবহার করা হচ্ছে। তার মানে হলো আপনি যে টেবিল টি মুখস্ত করলেন এই শব্দের পর যদি কোন verb আসে, তবে তার base form ব্যাবহার করতে হবে। এবারে কাজ চালিয়ে যান। দেখবেন কাজ হয়ে যাবে।দ্বিতীয় অংশঃএবার ২৬৪-২৭৬ পেইজে কিছু Problem and confusing word নিয়ে বেশ কিছু জিনিস দেয়া আছে, এগুলো মুখস্ত করে ফেলুন। এবং এদের যে exercise দেয়া আছে সমাধান করে ফেলুন। ২৭৬-২৮৪ পেজের প্রতিটি preposition মুখস্ত করে ফেলতে হবে। প্রশ্ন এখান থেকে কমন আসে। ২৮৪-২৮৯ এর verbal idiom গুলো গিলে ফেলতে হবে। দেখবেন কমন পাবেন। ২৮৯-২৯২ এ যা আছে তা একবার দেখে নেবেন, অনেক সময় কমন আসতে পারে।এরপর দেখবেন mini test 5 এবং mini test 6 আছে, সমাধান করে ফেলতে হবে। প্রতি বছর এখান থেকে প্রশ্ন কমন এসেছেই।আর এসবের উত্তর দেয়া আছে ২৬৭-২৯৯ পেজে।তৃতীয় অংশঃএবার table of contents এ যান। এবার আপনার কাজ হলো, এখানে দেখবেন, ৩১৫ পেজ থেকে শুরু করে ৪৯১ পেজ পর্যন্ত মোট ৬ টি টেস্ট দেয়া আছে। এই টেস্ট গুলোরপ্রতিটি টেস্টে ৩ টি করে সেকশন আছে। সেকশন ১ বাদ দিন, লাগবে না। আপনাকে মুলত পড়তে হবে সেকশন ২ যেখানে ৪০ টি করে প্রশ্ন দেয়া আছে, যেগুলো কিনা গ্রামার বেসড, আর সেকশন ৩ যেখানে ৫ টি করে রিডিং প্যাসেজ দেয়া আছে। প্রতিটি টেস্ট এর সেকশন ২ ও ৩ শেষ করলেই কাজ শেষ। এই প্রশ্ন গুলোর উত্তর দেয়া আছে ৪৯৮ পেজ থেকে শুরু করে বইয়ের শেষ পর্যন্ত। একটু খেয়াল করলেই দেখবেন প্রথমে উত্তর ও এরপর এদের ব্যাখ্যা দেয়া আছে।এর বাইরে এই বই থেকে আর কিছু পড়তে হবে না। -
Bangla big book part-2 (Video Big Book Passages)
বইটির বিষয়ে কিছু কথা: জিআরই’র ভারবাল অংশের ২০টি প্রশ্নের মধ্যে প্রায় অর্ধেকই আসে রিডিং কমপ্রিহেনশন (Reading Comprehension, RC থেকে। এই অংশে প্রস্তুতি নেবার জন্য বাজারে বেশ কিছু ভালাে বই থাকলেও জিআরই’র নিয়ন্ত্রক সংস্থা ইটিএস এর নিজস্ব বইগুলাের গুরুত্ব সব সময়ই বেশি। পুরাতন জিআরই’র ২৭টি পরীক্ষার মোট ৫৪ সেট ভার্বাল প্রশ্ন নিয়ে পঠিত জিআরই বিগবুকের প্যাসেজ সমূহ বর্তমানের আসল জিআরই’র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই RC প্রশ্নগুলাে ইটিএস এর নিজস্ব, তাই প্রশ্নগুলাের প্যাটার্ন বা ধরণ অনুসারে বর্তমান জিআরইতে প্রচুর প্রশ্ন এসে থাকে। বাংলাদেশের স্টুডেন্টদের কাছে ১০৮৬ পৃষ্ঠার মস্তবড় জিআরই বিগ বুককে সহজ করে পরিবেশন করার উদ্দেশ্য থেকেই আমরা এই বাংলা বইটি প্রকাশ করছি। অতিরিক্ত দীর্ঘ বাক্য, সাবজেক্ট ভার্ব এর জটিল সন্নিবেশ ও ক্রমানুসরণ, কথা-সেমিকোলন ইত্যাদি পাংচুয়েশন চিহ্নের ব্যবহার বিগবুকের প্যাসেজগুলােকে বেশ দুর্বোধ্য এবং কঠিন করে তােলে। তাই এই কঠিন বইটাকে বাংলাদেশী স্টুডেন্টদের জন্য সুখপাঠ্য করে তোলার জন্য আমরা বিস্তর গবেষণা করে এই বইটি প্রস্তুত করেছি। বাংলাদেশে এর আগে কখনো জিআরই’র এত কঠিন কোন বইয়ের উপর এত ব্যাপক বিশ্লেষণী গাইড বই প্রকাশ করা হয়নি।
বইটির কাঠামােঃ ২৭ টি টেস্ট থেকে পাওয়া দুই সেট প্রশ্ন, আবার প্রত্যেক সেটের মধ্যে দুটি করে প্যাসেজ (যার একটি বড় ও একটি ছােট)- সেই হিসাবে মােট ১০৮ টি রিডিং কমপ্রিহেনশন রয়েছে এই বইতে।
১. বাজারে ১০৮৬ পৃষ্ঠার যে বিগ বুক পাওয়া যায় তার ছাপা অনেক জায়গায় অস্পষ্ট। আমরা এই বইতে মূল বিগবুকের সবগুলো প্যাসেজ নতুন কৃষ্টাল ক্লিয়ার ছাপায় বড় ফন্টে পরিবেশন করেছি। কষ্ট করে মূল বইয়ের প্যাসেজ পড়তে হবে না।
২. মূল বিগবুকে প্যাসেজগুলো ছড়ানাে ছিটানাে অবস্থায় ছিল এবং গড়ে প্রতি প্যাসেজের মাঝে ১০ পৃষ্ঠা অন্যান্য ধরণের প্রশ্ন (ম্যাথ, ভার্বাল, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ইত্যাদি) ছিল। এই বইতে আমরা ১০৮ টি প্যাসেজ পরপর একসাথে পরিবেশন করেছি।
৩. মূল বিগবুকে প্রতি চারটি প্যাসেজ শেষ হবার পর তাদের উত্তর একসাথে পর পর দেওয়া থাকতাে এবং কোন প্রশ্নের উত্তর কোথায় তা খুঁজে বের করা বেশ কঠিন ছিল। এই বইতে আমরা প্রতিটি প্যাসেজ শেষ হবার সাথে সাথেই সঠিক উত্তরগুলাে এক সাথে দিয়ে দিয়েছি।
৪. মূল বইয়ের সাথে সমন্বয় রাখার জন্য আমরা প্রশ্নের নম্বরে কোন পরিবর্তন আনিনি। একটি ছোট ও একটি বড় প্যাসেজের মোট প্রশ্ন নং ১৭ থেকে শুরু হয়ে ২৭-এ শেষ হয়েছে।
৫. প্রতিটি প্যাসেজ শেষ হবার পর ওই প্যাসেজের কঠিন শব্দগুলোর অর্থ একসাথে পরিবেশন করা হয়েছে। একই শব্দের একাধিক অর্থ থাকতে পারে বলে প্যাসেজের মধ্যে ইঙ্গিত দেওয়া অর্থটি উল্লেখ করা হয়েছে।
৬. সম্পূর্ণ প্যাসেজ এবং সংশ্লিষ্ট প্রশ্নসমূহের প্রাঞ্জল বাংলা অনুবাদ দেওয়া হয়েছে।
৭. অনুবাদের পরে ব্যাখ্যা অংশে প্রতিটি প্রশ্নের মধ্যে কী জানতে চেয়েছে এবং অপশন সমূহের মধ্যে সঠিকটি কেন সঠিক এবং ভুলগুলাে কেন সঠিক নয়, বাংলায় তার বিস্তারিত আলােচনা করা হয়েছে।জিআরই সেন্টারের প্রধান ব্রত হলাে বাংলাদেশী তরুণদের মাঝে আমেরিকান গ্র্যাজুয়েট স্টাডিজ ও স্কলারশিপকে জনপ্রিয় করা। তারই অংশ হিসাবে আমরা প্রতিনিয়ত জিআরইকে জনপ্রিয় করার চেষ্টা করে চলেছি। আমাদের বিশ্বাস, এই বইটা টুডেন্টদের পরীক্ষার প্রস্তুতি বহুগুণে পোক্ত করবে।
হ্যাপি স্টাডিং।
ড. মামুন রশিদ
বাংলা বিগবুক প্রকল্প সমন্বয়ক
সিইও, জিআরই সেন্টারবাংলা বিগ বুকের তিনটি পার্ট তিনটি আলাদা বইতে:
বাংলা বিগবুক পার্ট ১ঃ টেক্সট কমপ্লিশন
বাংলা বিগবুক পার্ট ২ঃ রিডিং কম্প্রিহেনশন
বাংলা বিগবুক পার্ট ৩ঃ অ্যানালজি ও অ্যান্টনিম (আইবিএ’র জন্য অপরিহার্য)৳ 834.00