Description
“সুনান আত-তিরমিজী বা জামি আত তিরমিজী মুসলমানদের সবচেয়ে প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম একটি। অর্থাৎ এটি সিহাহ সিত্তাহের একটি কিতাব।
এই কিতাবটি সিহাহ সিত্তাহ অর্থাৎ মুসলমানদের প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের অন্যতম একটি হাদিস গ্রন্থ ।এর সংকলনকারী আবু ঈসা মুহাম্মদ ঈসা ইবনে তিরমিজী। তিনি ইমাম তিরমিজি নামেই বেশি পরিচিত। এ কিতাবে প্রায় সব ধরনের হাদিসই সংকলন করা হয়েছে। এই কিতাবে প্রায় চারহাজার হাদীস সংকলিত রয়েছে।
এই কিতাবটি চারটি শ্রেণীতে সাজানো হয়েছে। সেগুলো নিম্নরূপ:
প্রথম, সেইসব হাদীস যা বুখারী ও মুসলিম এর সাথে সম্মত।
দ্বিতীয়, সেইসব হাদীস যা বুখারী ও মুসলিম এর চেয়ে নিম্নমানের কিন্তু তিরমিজী, নাসাই ও দাউদের সাথে সম্মত।
তৃতীয়, সেইসব হাদীস যা নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। সে ক্ষেত্রে তিনি এর মতবিরোধতাকে কিছুটা মীমাংসা করে সংকলন করেছেন।
চতুর্থ, সেই হাদীসসমূহ যা ফিকহ বিশেষজ্ঞের সাথে সম্মত।
সাহল ইবনু মুআয ইবনু আনাস আল-জুহানী (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক তার ক্রোধকে বাস্তবায়ন করার ক্ষমতা রেখেও তা নিয়ন্ত্রণ করে- আল্লাহ তা’আলা কিয়ামত দিবসে তাকে সমগ্র সৃষ্টির সামনে ডেকে এনে জান্নাতের যে কোন হুর নিজের ইচ্ছামতো বেছে নেয়ার অধিকার দিবেন।
সহীহ, সহীহাহ (১৭৫০)”
Reviews
There are no reviews yet.