Description
“ভাইরে/ আপুরে!!!” বইটা মূলত আমার ফেসবুক স্ট্যাটাস এর সংকলন। গত এক বছর ধরে লিখা স্ট্যাটাস গুলো আমি মোটিভেশনাল বলতে চাই না, ওগুলো ইনফোরমেশনাল। ক্যানো লিখা শুরু করেছিলাম? ছোট্ট একটা Frustration থেকেই। আপনি যদি Fortune 500 কোম্পানি গুলো দেখেন, ওখানকার অনেক ভালো ভালো কোম্পানির CEO/ COO আমাদের আশেপাশের দেশের মানুষরাই। বিদেশে নামি দামি ইউনিভারসিটি তে, হাসপাতালে, ল্যাবরেটরিতে সব জায়গায় এশিয়ানদের যেমন জয় জয়কার তার মধ্যে কত শতাংশ আমাদের? কয়জন বুকার/ নোবেল/ অলিম্পিক মেডেলিস্ট আমাদের? এর কারন কি? আমাদের পরবর্তী প্রজন্ম কি খুবই সাধারণ মানের? তাদের ভবিষ্যৎ কি? কোথায় যাচ্ছে তারা? এ নিয়ে অনেক অনেক ছেলেমেয়েদের সাথে কথা বললাম। আমাদের দেশের গ্রামে, গঞ্জে, মফস্বল এ কত শত Potential Nobel Laureate, Leaders, CEO material লুকানো আছে মনে হোলো। দেখলাম আর অবাক হবার সাথে সাথে খারাপ লাগতে থাকলো। অভাব টা কিসের? কিচ্ছু না! অভাব শুধু ইনফোরমেশন এর। তাদের ঠিক ইনফোরমেশন দেয়া হোক, বলা হোক এই এই সুযোগ আছে, এই এই ভাবে আগাও, এইভাবে নেটওয়ার্ক করো, এর এর সাথে যোগাযোগ কর, এইভাবে প্ল্যান কর – এর পর অবশ্যম্ভাবে যে আলোড়ন সৃস্টি হবে তা বলাই বাহুল্য। আমাদের মুখস্থ করার দিন শেষ। দিন এসেছে বোঝার, প্রশ্ন করার – “কেনো, কেনো নয়, কিভাবে” – এই প্রশ্ন! আমাদের পরবর্তী প্রজন্ম হবে Creative Thinker/ Problem Solver – শুধু দেশের না, পুরো মানব জাতীর।
বইটি মূলত লেখকের ৫০ বছরের জীবনের অসংখ্য অভিজ্ঞতার অংশবিশেষ। তাঁর জীবনের অসংখ্য অভিজ্ঞতা, সাফল্য আর ব্যর্থতার গল্পের মাধ্যমে নতুন প্রজন্মকে ভাল করার কৌশল বর্ণনা করেছে লেখক তার এই বইয়ে।
এই বইয়ের সবচেয়ে যে দিকটি আমার ভাল লেগেছে তা হল লেখকের বলার ভাষা। লেখক খুব চমৎকারভাবে প্রচলিত বাংলা ব্যবহার করেছে। যার জন্য লেখাগুলো পড়তে কষ্ট হবে না।
ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে লেখক এই বই পরিপূর্ণ করেছেন, যা সবার জন্য উপকারী।
লেখকের অভিজ্ঞতার আলোকে এই বই লিখিত হয়েছে বলে, লেখক লিখেছেন তিনি তার জীবনে আবার ২০ বছর, ১৮ বছর ফিরে পাইলে কি করতেন। সেই সাথে ২০ বছর আর ১৮ বছর বয়সীদের দেখিয়ে দিয়েছেন, এই সময় তাদের কি করা উচিত। একইভাবে ২৫ বছরের আগে কি করা উচিত, কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন,কিভাবে বই পড়বেন, সব পরীক্ষার মূল রহস্য ইত্যাদিও লেখক বলেছেন তার এই বইয়ে। নতুন ভাষা শেখার টিপস, ইংরেজি ভাষা লেখা,বলা ও শেখার গুরুত্ব, কিভাবে শিখবেন তা লেখক বর্ণনা করেছেন। নেটওয়ার্কিং, CV আর ফেসবুক থেকে শেখার কৌশলও লেখক লেখেছেন তার এই বইয়ে। ১০০ দিনের প্ল্যানের সাথে সাথে আছে Pomodoro Technique এর মত বিষয়াদি।
মজার ব্যাপার হচ্ছে, বইয়ে ডেমো রুটিনের সাথে সাথে ১০০ টি নন-ফিকশন বইয়ের লিস্ট দেওয়া আছে আর সাথে আছে সেই নন-ফিকশন বই ক্যামনে পড়বেন তার টেকনিক।
এক কথায় একজন মানুষকে জীবনে সফল আর কর্মময় হতে যা যা লাগে, তার Practical উপায়সহ প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন আপনি এই বইয়ে। তাই, দেরি কেন? আজই পড়ে ফেলুন না শাব্বির আহসানের ২য় বই ” ভাইরে,আপুরে!!!”
এই বই থেকে কিছু উক্তি :
1. Be the best, ever.
2. Don’t Joke with your future, else the whole world will joke with you. (আমাকে এইটা বেস্ট লাগছে।)
3. এখনকার সময়ে লজ্জা Loser-দের ভূষণ।
4. Just 30 minutes a day, a bold, brave, smart, awesome you.
5. Turn your addiction to a source of improvement, can you?
6. Life is awesome. Build, love and enjoy it.
7. ভালো ছাত্র, জিনিয়াস এইসব ভুংচুং মাত্র।
বইটি একবারে না পড়ে, অল্প অল্প করে প্রতিদিন পড়বেন আর সাথে পড়া বিষয়গুলোকে জীবনে ইফেক্টিভলি কাজে লাগানোর চেষ্টা করবেন।
লেখকের পারদর্শী লেখনীর কথা না বললেই নয়। বইয়ের প্রত্যেকটি পাতাকে আপনি ফিল করতে পারবেন। লিখাগুলো একদম সহজ,সাবলিল ভাষায় হওয়ায় এবং নান্দনিক লেখেনির কারণে আপনি সহজে বইয়ের জগতে প্রবেশ করতে পারবেন।
বইটি লেখক তার দেওয়া সব ফেচবুক পোষ্ট থেকে তৈরি করেছেন যেখানে তার ৪৮টি পোস্টকে একত্রিত করা হয়েছে। এটা একটা ইনফরমেশন টাইপের বই বলে লেখক মনে করেন। যদিও পাঠকরা মনে করে যে, এ বইটা তাদের জন্য একটা হিরার টুকরা।
লেখক হয়ত জনপ্রিয় নয়,তবে লিখা অসাধারণ।
Reviews
There are no reviews yet.